Saturday, 12 July, 2025

সর্বাধিক পঠিত

৩৬০টি তরমুজ গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা


বরগুনার আমতলীতে জমিতে রোপন করা ৩৬০টি তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভূক্তভোগী কৃষক জালাল উদ্দিন শুক্রবার (১৩ মার্চ) থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের বাসিন্দা তরমুজ চাষী কৃষক জালাল উদ্দিন ৬০ হাজার টাকা ব্যয়ে এক একর জমিতে তরমুজ চাষ করেন। ওই জমিতে তরমুজের ফলনও ভালো হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই জমিতে রোপনকৃত ৩৬০টি তরমুজ গাছ উপড়ে ফেলে।

শুক্রবার সকালে কৃষক জালাল উদ্দিন ক্ষেতে গিয়ে তার রোপনকৃত তরমুজ গাছ উপড়ে পড়া দেখে ডাক চিৎকার দিয়ে এলাকাবাসীকে দেখায়। দুপুরে সেই উপড়ে ফেলা গাছ নিয়ে আমতলী থানায় এসে আপন ভাই হেলাল উদ্দিনসহ তিন জনের নামে অভিযোগ দাখিল করেন কৃষক জালাল উদ্দিন।

আরো পড়ুন
বর্ষার মাঝেও বাজারে ইলিশের টান, দাম ছুঁয়েছে আকাশচুম্বী

বর্ষার ভরা মৌসুমেও বাজারে ইলিশের দেখা মিলছে না বললেই চলে। দক্ষিণাঞ্চলের মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় এবং যা পাওয়া Read more

একদিন বয়সী মুরগির বাচ্চার দামে রেকর্ড পতন: অস্তিত্ব সংকটে ছোট ও মাঝারি হ্যাচারি

দেশের পোল্ট্রি শিল্পে অস্থিরতা নতুন নয়। তবে, সম্প্রতি একদিন বয়সী ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার (ডিওসি) দামে নজিরবিহীন পতন দেখা Read more

স্থানীয় প্রতিবেশী কৃষকরা জানায়, সকালে কৃষক জালাল উদ্দিনের ডাক চিৎকার শুনে তারা তরমুজ ক্ষেতে গিয়ে তার রোপনকৃত তরমুজের চারা উপড়ে ফেলা দেখতে পায়। তাদের ধারনা রাতের আঁধারে কেউ শত্রুতা করে এ গাছগুলো উপড়ে ফেলেছে।

এ বিষয়ে কৃষক জালাল উদ্দিন বলেন, আমার ভাই হেলালের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে আমার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে হেলাল আমার তরমুজ ক্ষেত নষ্ট করে দিবে বলে হুমকি দিয়েছিল। আমার ক্ষতি করার জন্য হেলাল ও তার দুই পুত্র লিমন এবং শাহীন মিলে ক্ষেতের রোপনকৃত গাছ উপড়ে ফেলেছে। আমি এর বিচার চাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইগত ব্যবস্থা নেয়া হবে।

0 comments on “৩৬০টি তরমুজ গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ