স্যার আমার দশ হাজার লিটারের ট্যাংকে প্রতিদিন ৮ থেকে ১০ মাচ মারা যাচ্চে । এর জন্য কী করার ।
অক্সিজেন ৪ থাকে। অক্সিজেন বাড়ানোর জন্য কত গ্রাম অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করবো।
বায়োফ্লকে মাছ চাষ নিয়ে লেখাটি পড়েন। মাছ মারা যাওয়ার অক্সিজেনের অভাব ছাড়াও অনেক কারন থাকতে পারে।
বায়োফ্লকে অক্সিজেন (Dissolve Oxygen) কমে গেলে অনেক ধরনের সমস্য দেখা দেয়। এক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট মাছ গুলো আগে মরে যায়।
কিভাবে বুঝবেন বায়োফ্লকে অক্সিজেন (Dissolve Oxygen) কমে গেছে?
মাছ গুলো এয়ার স্টোনের আসে পাশে অবস্থান করবে
মাছ গুলো উপরের স্তর এসে খাবি খাবে
মাছের খাবারের প্রতি অনিহা দেখা দেবে
কিভাবে বায়োফ্লকে অক্সিজেন (Dissolve Oxygen) নিয়ন্ত্রন করবেন ?
প্রাথমিক খুব বেশি সমস্যাতে ১০-১৫ শতাংশ পানি পরিবর্তন করুন।
এয়ার স্টোনের পরিমান বাড়িয়ে দিন।
বায়োফ্লকের এলাকা যদি বদ্ধ হয় তাহলে বেড়া খুলে দিন ।
ফ্লকের পরিমান নিয়মিত পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রন করুন।
বায়োফ্লকে অক্সিজেন (Dissolve Oxygen) জন্য অক্সিজেন ট্যাবলেটের প্রয়োজন হয় না।