Sunday, 24 November, 2024

সর্বাধিক পঠিত

ছাদে পেয়ারা চাষ পদ্ধতি নিয়ে জানতে চাই?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যছাদে পেয়ারা চাষ পদ্ধতি নিয়ে জানতে চাই?
Eva Rahman asked 4 years ago
2 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

পেয়ারা অনেকের পছন্দের একটি ফল। ছাদে পেয়ার চাষ করলে হাতের কাছে সুস্বাদু পেয়ার পাওয়া যাবে। ছাদে পেয়ার চাষ ছাদ কৃষির একটি অংশ। 
আমাদের ছাদে ফুলের বাগান সহজ পদ্ধতি প্রশ্নের উত্তর থেকে এর কিছুটা উত্তর পেয়ে যাবেন।
পেয়ারা চাষের ক্ষেত্রে জাত নির্বাচন এবং রোগ বালাই দমন আলাদা।
বাংলাদেশের চাষ উপযোগী অনেক জাতের পেয়ারার আছে । সকল জাতের পেয়ারা ছাদে চাষ করা সম্ভব । ছাদে চাষের  মধ্যে এফটিআইপি বাউ পেয়ারা-১ (মিষ্টি), এফটিআইপি বাউ পেয়ারা-৪ (আপেল), এফটিআইপি বাউ পেয়ারা-৫ (ওভাল), এফটিআইপি বাউ পেয়ারা-৬ (জেলি) এবং থাই পেয়ারা উল্লেখযোগ্য । আপনি চাইলে ইপসা -১ এবং ইপসা -২ পেয়ারাও  চাষ করতে পারেন এ গুলো ও ভাল জাতের পেয়ারা ।
পেয়ারার গাছের রোগ বালাই
অ্যানথ্রাকনোজ রোগ লক্ষণ; ফল ও পাতায় দাগ পড়ে। তারপর কালো হয়ে শুকিয়ে যায়।
রোগ দমন : এ রোগ দমনের জন্য সপ্তাহ পরপর কম্পেনিয়ন ২ গ্রাম/লিটার পানি স্প্রে করতে হবে। এছাড়া বাগান পরিষ্কার রাখতে হবে।
আর জানতে পেয়ারা চাষ লেখাটি পড়ুন।

Md. Shariar Sarkar Staff answered 4 years ago

আরো বিস্তারিত আকারে দেখে নিতে পারেন ছাদে পেয়ারা চাষ পদ্ধতি নিয়ে আমাদের লেখাটি ।
https://wp.me/pc9qrj-js

জনপ্রিয় লেখা