Wednesday, 22 January, 2025

সর্বাধিক পঠিত

খাটি সরিষার তেল

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যখাটি সরিষার তেল
জাফর-ইকবাল asked 4 years ago

সবাই বলে তার নিজের তেল খাটি। খাটি সরিষার তেলে অনেক গুনাগুন। খাটি সরিষার তেল চেনার উপায় কি?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

খাঁটি সরিষার তেল চেনার উপায় কী?
ঘরোয়া উপায় :
নকল সরিষার তেল সুতির কাপড়ে ঢাললে কালো দাগ পড়ে যা তোলা যায় না। কিন্তু আসল সরিষার তেলে সুতি কাপড়ে কোন দাগ হয় না।
আসল বা খাঁটি সরিষার তেল এর তীব্র ঝাঁঝালো গন্ধ হয় না। কিন্তু নকল সরিষার তেল এ তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে।
ক্যামিকাল টেস্ট :
অল্প কিছু সরিষার তেল টেস্ট টিউবে নিয়ে ৪/৫ ড্রপ নাইট্রিক এসিড যোগ করে মিক্সারটিকে ২/৩ মিনিট ভালো ভাবে নাড়িয়ে গরম করতে হবে। যদি মিক্সারটির রং লাল হয় তাহলে এই তেলে ভেজাল রয়েছে।
৩ মিলি সরিষার তেলে এর সাথে ২ মিলি Amyl alcohol, ১ মিলি carbon di-sulphide, এবং সামান্য পরিমাণ সালফার একটি টেস্ট টিউবে একসাথে নিয়ে টেস্ট টিউবের মুখ ভালভাবে লাগিয়ে একটি স্প্রিট ল্যাম্প এর এর উপরে ৩ মিনিট ভালভাবে গরম করার পর যদি লাল রং ধারণ করে তাহলে বুজতে হবে তুলার বিচি সরিষার তেলে বিদ্যমান।
বাঙালির রান্নায় সরিষার তেল না থাকলে যেন জমে না। মাছ ভাজা, নানা রকম ভর্তা, মুড়ি মাখা, আচারের মতো মুখরোচক খাবারে সরিষার তেল যোগ করে আলাদা স্বাদ। ভাপ দিয়ে রাঁধতে হয়—এমন পদেও এই তেলের জুড়ি নেই। সরিষার তেল হার্টকে ভালো রাখে। ক্ষতিকর কোলেস্টরল কমায়। নানা রকম গুণ আছে সরিষার তেলের।

জনপ্রিয় লেখা