Monday, 30 December, 2024

সর্বাধিক পঠিত

মৎস্য ডিপ্লোমা চাকরি

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যমৎস্য ডিপ্লোমা চাকরি
Abdul malek dewan asked 3 years ago

মাৎস্যবিজ্ঞানে পড়ে চাকরি কি চাকরি পেতে পারি? মাৎস্যবিজ্ঞানে পড়ে কি বিসিএস ছাড়া কোন চাকরি পাওয়া যায় ?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 3 years ago

মৎস্য ডিপ্লোমা করে কি চাকরি পেতে পারেন? বিসিএসে টেকনিক্যাল ও সাধারণ কোটায় আবেদনের সুযোগ পাচ্ছেন মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে পাস করা শিক্ষার্থীরা। টেকনিক্যাল কোটায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার সুযোগও আছে।

সরকারি ও বেসরকারি নানা প্রতিষ্ঠানে কৃষিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠানে কাজের ভালো সুযোগ থাকছে মাছ চাষ বিষয়ক বিষয় থেকে পাস করে।

সরকারি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠানের অধীনে ময়মনসিংহে স্বাদু পানি কেন্দ্র, চাঁদপুরের নদী কেন্দ্র, খুলনার লোনা পানি কেন্দ্র, বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্র এবং কক্সবাজারে অবস্থিত সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেওয়া যায়। এ ছাড়া এর পাঁচটি উপকেন্দ্রে এ সুযোগ থাকছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ও বেসরকারি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ সেন্টারে চাকরির সুযোগ থাকছে।

এ ছাড়া প্রাইভেট মাছের খাবার, মাছের রেনু ও পোনা বিক্রি, খাদ্য মাছ তৈরি ক্ষেত্রে ফিসারিজের রয়েছে সুযোগ।

জনপ্রিয় লেখা