মাছের রোগ বিভিন্ন কারনে হয়ে থাকে। মাছের কোন কোন রোগ হয়ে থাকে ? এর চেয়ে বেশি জানা প্রয়োজন মাছের রোগ কেন হয়ে থাকে?
মাছের রোগ হবার জন্য দায়ী কারনগুলো হল, পুকুর ব্যবস্থাপনা, পানি এবং মাটির গুনাগুন, ব্যাকটেরিয়া জনিত রোগ সমূহ, ভাইরাস জনিত রোগ সমূহ এবং ফাংগাল জনিত রোগ সমুহ।
মাছের ছত্রাক জনিত রোগের মধ্যে সেপ্রোলেগনিয়াসিস প্রধান।
মাছের ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে এপুজইটিক আরসারিটিভ সিনড্রম প্রধান।
এছাড়া রয়েছে মাছের লেজ পচা রোগ, পেট ফোলা রোগ এবং ডেফিসিয়েনসি সিনড্রোম ইত্যাদি।