Saturday, 21 December, 2024

সর্বাধিক পঠিত

পোকা ও মাকড়ের মধ্যে পার্থক্য কি ?

চাষির প্রশ্নCategory: কৃষি তথ্যপোকা ও মাকড়ের মধ্যে পার্থক্য কি ?

পোকা কে অনেকে পতঙ্গ ও বলে। মাকড় কি ? পোকা ও মাকড়ের মধ্যে পার্থক্য কি ? পোকা ও মাকড়ের মধ্যে তফাৎ নিয়ে আমাদের বুঝিয়ে দেন।

1 Answers
রাজু answered 3 years ago

পতঙ্গ, কীট বা পোকা বা কীটপতঙ্গ (ইংরেজি: Insect) হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অমেরুদন্ডীদের একটি শ্রেণী।

পতঙ্গের একটি করে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, একটি তিন খণ্ডের দেহ (মস্তক, ধড় ও উদর), তিন জোড়া করে সংযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষি, এবং এক জোড়া করে শুঙ্গ বা এ্যান্টেনা রয়েছে।

পোকা হল কীট বা মথ বা worms হল অন্য পতঙ্গের অপত্য শিশুকাল যাদের দেহ সময়ের ব্যবধানে রুপান্তরিত (morphism) হয়ে পূর্নাঙ্গ পতঙ্গ হয়। যেমন: কাঠের পোকা রুপান্তরিত হয়ে ভোমরা পোকা হয়।

মাকড় হল পূর্নাঙ্গ পতঙ্গ বা insects যারা সন্ধিযুক্ত ৬ পদে পিলপিল চলে বা উড়ে। হুবহু বড়দের মতন অপত্য ছোটদের অনেক সময় বলে নিম্ফ বা nimph।

জনপ্রিয় লেখা