স্বাদু জলের চিংড়ির গণ (Genus) প্যালিমন (Palaemon) এর বিভিন্ন প্রজাতিকে একত্রে চিংড়ী বলে। চিংড়ি আসলে মাছ না এরা আর্থপোড পর্বের প্রানী। বিভিন্ন জাতের ইনসেক্ট এই পর্বের প্রানী।
চিংড়ির শির-উপাঙ্গ পাঁচ জোড়া, বক্ষ-উপাঙ্গ আট জোড়া এবং উদর-উপাঙ্গ ছয় জোড়া।
গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম হলো: Marcrobrachium malcolmsonii
বাগদা চিংড়ির বৈজ্ঞানিক নাম হলােঃ Penaeus monodon
ভেনামি চিংড়ীর বৈজ্ঞানিক নাম হলোঃ Litopenaeus vennamei