গরুর টিকা রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। খামারে লাভ করতে হলে সঠিক সময়ে টিকা দিতে হয়। প্রতেক খামারির টিকা সমন্ধে সঠিক জ্ঞান থাকা আবশ্যক। গরুর ভ্যাক্সিন / ভ্যাকসিন দেওয়ার নিয়ম কি ?
গরুর টিকা দেওয়ার নিয়ম
চলুন আলোচনা করা যাক গরুর টিকা দেওয়ার নিয়ম সমূহ। অর্থাৎ কোন টিকা গরুর শরীরের কোন অংশে কতটুকু কিভাবে ব্যবহার করতে হবে। নিচে একটি ছকের সাহায্যে গরুর টিকা দেওয়ার নিয়ম তুলে ধরা হলো।
টেবিল : গরুর টিকা দেওয়ার নিয়ম
রোগের নাম | টিকার নাম | প্রয়োগের পরিমাণ | প্রয়োগের স্থান | প্রয়োগের সময় |
---|---|---|---|---|
ক্ষুরারোগ | লিভ্যালেন্ট এফ.এম.ডি.টিকা | ৬ এম.এল প্রতি প্রাপ্ত বয়স্ক প্রাণী; ৩ মি.লি./প্রতি অপ্রাপ্ত বয়স্ক; প্রথমবার টিকা দেয়ার ২-৪ সপ্তাহ পরে বোস্টার টিকা প্রদান | চামড়ার নীচে | বোস্টার টিকা দেয়ার পর ৪ মাস পর্যন্ত |
বাদলা | বি. কিউ টিকা | ৫মি.লি./প্রাপ্ত বয়স্ক;২.৫ মি.লি./অপ্রাপ্ত বয়স্ক | চামড়ার নীচে | ৪ মাস |
তড়কা | তড়কা স্পোর টিকা | ১ মি.লি./প্রাপ্ত বয়স্ক; ০.৫ মি.লি./অপ্রাপ্ত বয়স্ক | চামড়ার নীচে | ১ বৎসর |
গলাফুলা | এইচ.এস টিকা | ৫ মি.লি./প্রাপ্ত বয়স্ক; ২.৫ মি.লি/অপ্রাপ্ত বয়স্ক | চামড়ার নীচে | ৪ মাস |
ম্যাসটাইটিস | ম্যাসটাইটিস টিকা | ২ মি.লি./প্রাপ্ত বয়স্ক; বাচ্চা দেয়ার ৪৫ দিন পূর্বে ১ম ডোজ এবং ২য় ডোজ বাচ্চা জন্মের | মাংসের ভিতর | ৩৫ দিন পূর্বে। ৩য় ডোজ বাছুর জন্মের পর ৫২ দিনের সময় |
গরুর জীবাণু ঘটিত মারাত্বক রোগ থেকে পশুকে রক্ষা করতে টিকা প্রদানের কোন বিকল্প নেই। উপরোক্ত রোগের টিকা সরকারি প্রাণিসম্পদ হাসপাতালে সরবরাহ পাওয়া যায়।
এছাড়া রয়েছে এসি আই, সহ বিভিন্ন এনিম্যাল হেলথ কোম্পানি গরুর বিভিন্ন টিকা বা ভ্যাক্সিন সরবরাহ করে থাকে।