Thursday, 25 April, 2024

সর্বাধিক পঠিত

বাংলাদেশে কত প্রকারের ছাগল আছে ?

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনবাংলাদেশে কত প্রকারের ছাগল আছে ?
Md. Shariar Sarkar Staff asked 4 years ago

দেশে খামারিরা কিংবা বাড়িতে যে ছাগল গুলো লালন পালন করা হয় সেগুলো কত প্রকারের ? অর্থাৎ দেশি খাগলের প্রকাবভেদ জানতে চাইছি আমি ।

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 4 years ago

প্রিয় শাহরিয়ার ভাই আপনি জানতে চেয়েছেন বাংলাদেশ কত প্রকার ছাগল পাওয়া যায়? বাংলাদেশে ছাগলের নানা জাত রয়েছে যার মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল সব থেকে বেশি পালন হয়। এ ছাড়া ছাগলের ৯টি প্রজাতি সাধারণভাবে গ্রহণ করা হয়। এগুলো হলঃ

  • স্পেনদেশি আইবেক্স (Capra pyrenaica)
  • আলপাইন আইবেক্স (Capra ibex)
  • নুবিয়ান আইবেক্স (Capra nubiana)
  • সাইবেরীয় আইবেক্স (Capra sibirica)
  • Walia ibex (Capra walie)
  • West Caucasian tur (Capra caucasica)
  • East Caucasian tur (Capra cylindricornis)
  • সাপশিঙি বনছাগল/মারখোর (Capra falconeri)
  • বুনো ছাগল (ইংরেজি: wild goat; Capra aegagrus)

গৃহপালিত ছাগল (Capra aegagrus hircus ভিন্ন নাম Capra hircus); পোষ মানার পর বন্য হয়ে যাওয়া ছাগল (feral goat; বুনো ছাগল এবং বনছাগলের সাথে বিভ্রান্ত হবেন না) এর অন্তর্ভুক্ত।

জনপ্রিয় লেখা