সিরাজি কবুতর পালন পদ্ধতি? ফেন্সি বা বিদেশি জাত হিসাবে সিরাজি কবুতর ব্যাপক জনপ্রীয়।
বিভিন্ন ধরনের সৈখিন কবুতরের মধ্যে সিরাজি কবুতর সবার বেশি পছন্দের। আজকের আলোচনার বিষয় সিরাজি কবুতর ব্যনিজ্যিক পালন ও চাষাবাদ।
সিরাজী কবুতরের দাম কত?
লাহোরী/সিরাজীঃ এরা বিভিন্ন বর্ণের হয়ে থাকে, কালো, সিল্ভার ও বাদামি বর্ণের হতে পারে ।এদেরকে ফেন্সি জাতের কবুতর বলা হয়। প্রাপ্ত বয়স্ক সিরাজী কবুতরের মূল্য ১৫০০ থেকে ৩০০০ টাকা।
লাহোরি বা সিরাজি কবুতর পালনঃ
সিরাজি কবুতর রুমে বা উঠানে পালন করায় ভাল। রুমে পালন করলে সিরাজি কবুতরের খাচা বড় করে বানাতে হয়।
কবুতর পালনে টিকাঃ
খামার ও ব্যনিজ্যিকভাবে সিরাজি কবুতর পালনে টিকা দিতে হয়। টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগ বালাই কম হয়।
এ ধরনের কবুতর পালনে জোড় জোড়ায় কবুতর কে ঘর করে দিতে হয়। বিস্তারিত জানতে
কবুতর পালন খাদ্য ব্যবস্থাপনাঃ
দুই বার খাবার দিতে হয় ,খাবার গুলো ঘরের সামনে রেখে দিতে হয়। ইটের কনা,পাথর,ঝিনুকের গুড়া যা ডিমের খোসা শক্ত হয়,তাছাড়া পাথরের গুড়া দেয়া উচিত।
খাদ্য উপাদান ও পরিমাণ : ভুট্টা ৩৫%, মটর ২০%, গম ৩০%, ঝিনুকের গুঁড়া/চুনাপাথর চূর্ণ/অস্থিচূর্ণ ০৭%, ভিটামিন/এমাইনো এসিড প্রিমিক্স ০৭% ও লবণ ০১%।