রমজান মাসে ধর্মপ্রান মুসলমান সুবেহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। ইফতারের সময় কি দোয়া পড়তে হয়। ইফতারের দোয়া কি ?
রোজা রেখে ইফতার করা সুন্নত। এর দোয়া পড়া সুন্নত।
بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।
অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ, মিশকাত)