Tuesday, 03 December, 2024

সর্বাধিক পঠিত

ছাগলের পাতলা পায়খানার ঔষধ

চাষির প্রশ্নCategory: গবাদি পশু ও পাখি পালনছাগলের পাতলা পায়খানার ঔষধ
জসিম মন্ডল asked 1 year ago

আমার কিছু ছাগল আছে । ছাগল দুই দিন ধরে পাতলা পায়খানা করছে। ছাগলের পাতলা পায়খানার ঔষধ কি খাওয়াব?

1 Answers
এগ্রোবিডি২৪ Staff answered 1 year ago

ছাগলের পাতলা পায়খানার ঔষধ

বাসি-পচা খাবার বা বেশি দানাদার খাবার খেলে ছাগলের পাতলা পায়খানা হয়। ছাগলের পাতলা পায়খানা করনীয় হলো ছাগলকে দানা খাবার খাওয়ানো বন্ধ করা এবং সঠিক চিকিৎসা দেওয়া।

প্রথমত ছাগলের পাতলা পায়খানা হলে খাবার স্যালাইন ও ঔষধ খাওয়াতে হবে।

ছাগলের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম

ছাগলের পাতলা পায়খানা হলে যে সকল ঔষধ গুলো খাওয়াতে হবে তা নিম্নে ডোজ সহ দেওয়া হলো। ছাগলের পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম ও ডোজ-

সালফাডিন ভেট / সালফা – ৩ ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার।

ডাইরোভেট / অ্যামোডিস ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার।

মারবো ভেট → ১০ কেজি ওজনের ছাগলের জন্য ১/২ টি ট্যাবলেট দিনে ৩ বার।

খাবার স্যালাইন দিনে ৫ বার।

বিঃদ্রঃ সব গুলো ট্যাবলেট এক সাথে খাওয়াতে হবে। ছাগলের পায়খানা বন্ধ হয়ে গেলে ঔষধ আর খাওয়ানো যাবে না।

জনপ্রিয় লেখা