Monday, 07 July, 2025

সর্বাধিক পঠিত

কুষ্টিয়ায় লিচুর ফলন বিপর্যয়ের শঙ্কা


তীব্র গরমে লিচু ফলনে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে ক্ষতির শঙ্কায় পড়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার লিচু চাষি ও ব্যবসায়ীরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ মৌসুম উপজেলায় প্রায় ১০৩ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে।

জানা গেছে, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার গোপগ্রাম, সাতপখিয়া, বড়ই চারা, বসোয়া, দশকাহুনিয়া, মানিকাট গ্রামের বাগানে প্রচুর লিচুর গুটি দেখা দেয়। তবে বিগত কয়েক মাস বৃষ্টির দেখা না মেলায় লিচুর গুটি ঝরে যায়। ফল রক্ষায় কৃষকরা প্রথম দিকে বিভিন্ন প্রকার কীটনাশক ও বাগানে পানি সেচ দেয়া শুরু করেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বাগানের অধিকাংশ গাছই এখন ফল শূন্য হয়ে পড়েছে।

আরো পড়ুন
বর্ষার মাঝেও বাজারে ইলিশের টান, দাম ছুঁয়েছে আকাশচুম্বী

বর্ষার ভরা মৌসুমেও বাজারে ইলিশের দেখা মিলছে না বললেই চলে। দক্ষিণাঞ্চলের মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় এবং যা পাওয়া Read more

একদিন বয়সী মুরগির বাচ্চার দামে রেকর্ড পতন: অস্তিত্ব সংকটে ছোট ও মাঝারি হ্যাচারি

দেশের পোল্ট্রি শিল্পে অস্থিরতা নতুন নয়। তবে, সম্প্রতি একদিন বয়সী ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার (ডিওসি) দামে নজিরবিহীন পতন দেখা Read more

গোপগ্রাম ইউনিয়নের বাগান মালিক তৌহিদুর রহমান রাজু জানান, যখন লিচু গাছে মুকুল আসে তখন আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছে প্রচুর ফল ছিল। অনাবৃষ্টি ও প্রচণ্ড দাবদাহে লিচু গাছের ফল ঝরে পড়েছে।

২০ বিঘা জমিতে প্রায় ৫শ গাছ থাকলেও শেষ পর্যন্ত ১৫-১৬ টা গাছে লিচু রক্ষা করা গেছে। গত বছর এ বাগান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার লিচু বিক্রি হয়েছে। কিন্তু এ বছর সব মিলিয়ে ২০ হাজার টাকার ফলও বিক্রি হবে না।

লিচু ব্যবসায়ী হারেজ আলী জানান, এক লাখ ৮০ হাজার টাকায় তিনি দশকাহুনিয়া গ্রামে একটি লিচুর বাগান ইজারা নিয়েছিলেন। প্রথম দিকে তার বাগানে প্রচুর ফল ছিল। কিন্তু অতিরিক্ত গরমে বাগানে ৬৮ গাছের একটিতেও ফল নেই।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, প্রচণ্ড গরমে কিছু ফলন নষ্ট হতে পারে। তবে চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক লিচু আবাদ হয়েছে।

0 comments on “কুষ্টিয়ায় লিচুর ফলন বিপর্যয়ের শঙ্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ