Wednesday, 02 July, 2025

সর্বাধিক পঠিত

জালে উঠলো ২০ কেজির কোরাল!


বরগুনায় জেলেদের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়েছে।

বুধবার (১৪ এপ্রিল) গভীর রাতে পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে হাসান নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে ইউনুছ নামে এক পাইকার মাছটি কিনে নেন।

আরো পড়ুন
কবুতর পালনে করনীয় ও লক্ষনীয়

অনলাইনে কবুতরের জাত নিয়ে প্রচুর কৌতূহল দেখা যায়। শুধু গিরিবাজ বা সিরাজি নয়, আরও অনেক ধরনের কবুতর বাংলাদেশে জনপ্রিয়। এদের Read more

ফলের ঘ্রাণে মাতোয়ারা জনপদ: এক অনন্য উৎসব ‘ফল মেলা’

বাংলার বাতাসে যখন আমের সুবাস, কাঁঠালের ঘ্রাণ আর জাম-লিচুর মিষ্টি রসে ভরে ওঠে জনপদ, তখনই দেশের প্রতিটি অঞ্চলে বসে এক Read more

পাইকার ইউনুছ জানান, কোরালটি ৮০০ টাকা কেজি দরে কিনেন তিনি। পরে পাথরঘাটা বাজারে এনে মাছটি কেটে কেটে ১০০০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি।

তিনি আরও জানান, এর আগে ৩২ কেজি ওজনের মাছ পাওয়া গেছে এ নদীতে।

0 comments on “জালে উঠলো ২০ কেজির কোরাল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ