কৃষিতে বাংলাদেশের সাফল্য এবং কৃষিপণ্য ও সম্ভাবনাকে তুলে ধরতে নেদারল্যান্ডসকে ‘বাংলাদেশ ডে’ পালনের জন্য অনুরোধ জানানো হবে।
নেদারল্যান্ডসে ২০২২ সালের এপ্রিল-অক্টোবরে অনুষ্ঠেয় ‘৭ম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন’-এ অংশগ্রহণ নিয়ে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত হয়।
রোববার (১৬ মে) কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নেদারল্যান্ডে আগামী ২০২২ সালের এপ্রিল-অক্টোবরে অনুষ্ঠেয় ‘৭ম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন’ হবে।
২০২২ সালে বাংলাদেশ-নেদারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে, এ উপলক্ষে উল্লিখিত এক্সিবিশনে কৃষিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য, এ দেশের কৃষিপণ্য ও সম্ভাবনাকে তুলে ধরতে ‘বাংলাদেশ ডে’ পালনের জন্য নেদারল্যান্ডকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।
কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের ছুটি শেষে সচিবালয়ে রোববার অফিস করেছেন কৃষিমন্ত্রী। অফিসে নিয়মিত কাজ সম্পাদনের পাশাপাশি তিনি সারা দেশের বোরো ধানসহ অন্যান্য ফসলের পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এ বিষয়ে তিনি সংস্থাপ্রধান ও মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেছেন।
মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন অব্যাহত রাখা ও তা আরও বৃদ্ধি করতে আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মীরা করোনাকালে জীবনের ঝুঁকি নিয়েও সম্মুখসারির যোদ্ধাদের মতো কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে এ ধারা অব্যাহত রাখা ও আরও গতিশীল করার জন্য সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকে আহ্বান জানান মন্ত্রী
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও রোববার অফিস করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।