বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি চত্বরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের জনগন।
বুধবার সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
উপাচার্য তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ গঠনের কাজ করে গেছেন। কালজয়ী এই মহান নেতার হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং আজীবন থাকবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষেকে বঙ্গবন্ধুর মত দেশ গড়ার কারিগর হিসেবে স্বপ্ন দেখতে হবে। বঙ্গবন্ধুর মহান আদর্শ বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে নিয়োজিত থাকতে হবে। বিভিন্ন পদে কর্মরত সর্বস্তরের জনগনকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার প্রতি আহ্বান করছি।