বাকৃবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুলাই) দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ অংশ নেন।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড.মো. হারুন অর রশীদ এর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড, লুৎফুল হাসান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম ও ট্রেজারার মোঃ রাকিব উদ্দীন উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান এবং জেলা প্রশাসক, কুমিল্লা মো. কামরুল হাসান এবং প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকৃবি অফিসার পরিষদের সভাপতি খাইরুল আলম নান্নু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।