বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো জিল্লুর রহমান।
বৃহস্পতিবার (২০ মে) রাত ৮ টার দিকে ‘পরিবহন শাখায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন ও দায়িত্ব হস্তান্তর’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
পরিবহন শাখার বিদায়ী পরিচালক অধ্যাপক ড সুবাস চন্দ্র দাসের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো নূরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মো জয়নাল আবেদীন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পরিবহন শাখায় গত দুই বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী পরিচালক অধ্যাপক ড সুবাস চন্দ্র দাস।
প্রতিবেদনে জানানো হয়, গত দুই বছরে শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বাসসহ মোট ১৩ টি নতুন গাড়ি সংযোজন হয়েছে। এছাড়া ১৪ টি গাড়ি সংস্কার, ডিজিটাল পদ্ধতিতে গাড়ি রিকুইজিশন, পরিবহন নীতিমালা প্রণয়নসহ গ্যারেজের অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক উক্ত প্রতিবেদনে উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড লুৎফুল হাসান বলেন, সততা ও নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের সকল কাজ পরিচালিত হচ্ছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বাকৃবি পরিবহন শাখার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।