পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারি, আমদানিকারক ও বাজারজাতকারি প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন এনিমেল হেলথ কোম্পানিস এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনটির মহাসচিব ডা. এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে পুনঃনির্বাচিত হন এ্যাডভান্স বায়ো প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম নজরুল নজরুল ইসলাম এবং মহাসচিব পদে নির্বাচিত হন ইমপেক্স মার্কেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফতাব আলম।
একই দিনে পোর্ট-ফোলিও এর ৬ জন সদস্য নির্বাচিত হন। এতে সহ-সভাপতি পদে নিউটেক এ্যানিমেল হেলথের প্রোপ্রাইটর মো. শাহেদ উল্লাহ, যুগ্মসচিব পদে ইব্রাতাস ট্রেডিং কোম্পানীর প্রোপ্রাইটর মোশারফ হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সেঞ্চুরী এগ্রো লিমিটেডের পরিচালক মো. আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে কর্ডিয়াল ইন্টারন্যাশানালের প্রোপ্রাইটর মো. মাহবুবুর রহমান নির্বাচিত হন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির নির্বাচিত ৯ জন সদস্য হলেন- একেএম আলমগীর (ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ওভারসীজ লিমিটেড), সায়েম উল হক (চেয়ারম্যান, নভিভো হেল্থ কেয়ার লিমিটেড), মো. মোসলেহ উদ্দিন (পরিচালক, প্লানেট ফার্মা লিমিটেড), মোহাম্মদ আতিয়ার রহমান (ব্যবস্থাপনা পরিচালক, এ আর এ্যানিমেল হেল্থ লিমিটেড), মো. সায়েদুল হক খান (প্রোপ্রাইটর, খান এগ্রো ফিড প্রডাক্টস), হুমায়ুন আহমেদ (প্রোপ্রাইটর, মনেরেখো এগ্রো), ডা. খন্দকার মোহাম্মদ মাহমুদ হোসেন (প্রোপ্রাইটর, এরিনা এগ্রো), মোহাম্মদ খোরশেদ আলম (ব্যবস্থাপনা পরিচালক, ওরিয়েন্টাল ফার্মা এগ্রোভেটস লিমিটেড) এবং ডা. মো. মোজাম্মেল হক খান (প্রোপ্রাইটর, এম এইচ কে এগ্রো)।