Sunday, 24 August, 2025

এসিআই নিয়ে এলো ‘লাইট ব্রাউন আটা’


এসিআই পিওর নিয়ে এলো ‘লাইট ব্রাউন আটা’। যারা স্বাস্থ্যের জন্য উপকারী ব্রাউন আটার গুনাগুন জানা সত্বেও শুধুমাত্র সাদা আটা খাবার সুদীর্ঘ অভ্যাসের কারনে ব্রাউন আটা গ্রহন করতে পারেননা তাদের জন্য এসিআই পিওর লাইট ব্রাউন আটা।

জানা যায়, যে সব ভোক্তাগন স্বাস্থ্য ও স্বাদ দুটোর ব্যাপারেই সচেতন তাদের জন্য লাইট ব্রাউন আটা একটি পারফেক্ট সমাধান। লাইট ব্রাউন আটা সম্পূর্ণ নতুন ফর্মূলায় তৈরী থার্ড জেনারেশন আটা যা সাধারন আটার তুলনায় অধিক পুষ্টিকর। ব্রাউন আটা অথবা হোল হুইট আটার চাইতে এর রং হালকা ও অধিক সুস্বাদু।

এই আটায় রুটি হয় নরম ও মসৃন। হেলদি লাইফ স্টাইলের অভ্যাস করতে এর প্রথম ধাপ হিসেবে প্রতিটি মানুষ গ্রহন করতে পারেন লাইট ব্রাউন আটা। এই আটা দিয়ে হেলদি লাইফ স্টাইল শুরু করে ধীরে ধীরে একজন ভোক্তা হেলদি জীবনাচারনে অভ্যস্ত হয়ে উঠবেন এমনটাই আশা করে এসিআই।

আরো পড়ুন
কুমড়ার ফলন বাড়ানোর কার্যকর উপায়

বাংলাদেশের গ্রামীণ ও শহুরে কৃষিতে কুমড়া একটি বহুল চাষকৃত ও জনপ্রিয় সবজি। সারা বছর চাষযোগ্য এই ফসলের পুষ্টিগুণ ও বাজারমূল্য Read more

বিলুপ্তপ্রায় দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম জরুরি: মৎস্য উপদেষ্টা

দেশের বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ চিহ্নিত করে সংরক্ষণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বিভিন্ন Read more

আকর্ষনীয় দৃষ্টিনন্দন প্যাকেটে সারা দেশের গ্রোসারী দোকানগুলো এবং সুপার স্টোর সমূহে পাওয়া যাবে এই আটা। গত ৩০ জুন এসিআই সেন্টারে পন্যটির বাজারজাতকরন উদ্বোধন করেন কোম্পানীর এক্সিকিউটিভ ডাইরেক্টর (ফাইনান্স এন্ড প্ল্যানিং) জনাব প্রদীপ কর চৌধুরী ও কোম্পানীর ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব অনুপ কুমার সাহা ।

বিভিন্ন টিভি, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় মানুষকে স্বাস্থ্য সচেতন করার প্রয়াস নিচ্ছে হেলথ এন্ড ওয়েলনেস ব্র্যান্ড ”এসিআই পিওর”।

পন্যটি সম্পর্কে আরো জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন কোম্পানীর ওয়েবপেইজ www.aciebazar.com এ অথবা যোগাযোগ করতে পারেন কোম্পানীর কেয়ার লাইন ০১৯৪৩-২২২৩৩৩ নাম্বারে। সংবাদ বিজ্ঞপ্তি।

0 comments on “এসিআই নিয়ে এলো ‘লাইট ব্রাউন আটা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ