Sunday, 22 December, 2024

সর্বাধিক পঠিত

হাঁসে স্বচ্ছল তো পাবেন ছাগল


হাঁস পালন

বর্তমান সময়ে মানুষ পোহাচ্ছে চরম দূর্ভোগ। হত দরিদ্র হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষ। যাদের নূন আনতে পান্তা ফুরায় তাদের অবস্থা এখন বর্ণণাতীত। একে কাজে যেতে পারছে না তারা, তার উপর আগের মত কাজও নেই। এ বিষয়টিকে লক্ষ্য করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।

খেটে খাওয়া লোকদের এই কষ্ট দেখে জেলা প্রশাসক কামরুল হাসান একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তার উদ্যোগে ৫০০টি হাঁস ক্রয় করা হয়েছে, সেই সাথে তালিকা করা হয়েছে ১০০ পরিবারের। প্রতি পরিবারকে ৫টি করে হাঁস উপহার দেন তিনি। গত ২ জুলাই এসব তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসন।

গত ‍বুধবার পহেলা জুলাই জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে এই হাঁস উপহার নিজে বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এই সময় জেলা প্রশাসক জানান যে, যদি হাঁস পালনে নিজেদের স্বচ্ছলতা বৃদ্ধি করতে পারে তাহলে পরবর্তীতে তাদের জন্য তিনি ছাগলের ব্যবস্থা করবেন। তার এই কাজের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)।

আরো পড়ুন
কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

কিভাবে বাসায় বাজরিগার (Budgerigar Bird) পাখির যত্ন নিবেন?

বাজরিগার পাখি পালন করার জন্য সঠিক পরিচর্যা, সুষম খাবার, ও একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাজরিগার পাখি বাসায় পালন Read more

উপহার পেয়ে খুব আনন্দিত হয়ে ফিরেছেন প্রতিটি পরিবার। আবেগে আপ্লুত হয়ে অনেকে কেদেও ফেলেছেন। সকলে মিলে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় লোকজন জানান জেলা প্রশাসকের এমন উদ্যোগ সত্যিই খুব প্রশংসনীয়। এরূপ উদ্যোগ সরকারিভাবে গ্রহণ করা হলে আরও বেশি লোকজন উপকৃত হতে পারতো বলে তারা মনে করছেন। তাছাড়া স্থানীয় ভাবে যারা উচ্চবিত্ত আছেন তারাও এমন উদ্যোগ গ্রহণ করলে আরও বেশি মানুষ সুফল পেত।

উল্লেখ্য গত মার্চ মাস থেকে দেশে ব্যাপক আকারে করোনা তথা কোভিড-১৯ এর সংক্রমন হবার আশঙ্কায় সরকার দেশের সকল এলাকায় লকডাউন ঘোষণা করে। এতে দিন এনে দিন খাওয়া লোকেরা সবচেয়ে বেশি অসহায় ও কর্মহীন হয়ে পড়ে, যা তাদের বেচে থাকার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল। বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন, বিভিন্ন স্তরের মানুষের মানবিক সহযোগিতায় ত্রান ও সাহায্য প্রদান করা হলেও কোনভাবেই তারা উঠে দাড়াতে পারছেন না। এমতাবস্থায় এরূপ মানবিক ও যুগান্তকারী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

0 comments on “হাঁসে স্বচ্ছল তো পাবেন ছাগল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *