বাজারে চাহিদা থাকায় এবং লাভজনক হওয়ায় ব্রকলি চাষে ঝুঁকছেন সৈয়দপুরের কৃষকেরা।
নশরতপুর গ্রামের চাষি মো. মতিয়ার রহমান বলেন, এই প্রথম বাণিজ্যিকভাবে ব্রকলি চাষ করেছি। ১৮ শতক জমিতে ১ হাজার ২২৫টি ব্রকলি লাগিয়েছি। ফলন ভালো হয়েছে। আশা করছি প্রায় ৩০ হাজার টাকায় বিক্রি করতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান বলেন, পানি জমে না এরূপ উঁচু জমি ও উর্বর দো-আঁশ মাটি হলে ফলন ভালো পাওয়া যায়। সাধারণত যে ধরনের জলবায়ুতে ফুলকপির চাষ হয় সেখানে ব্রকলি ভালো জন্মে।