Monday, 12 January, 2026

সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেল এসিআই মটরস্


সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেয়েছে দেশের কৃষিখাতের অন্যতম বৃহৎ কোম্পানি এসিআই মটরস্ লিমিটেড।

প্রকৌশল ক্যাটাগরিতে দেয়া উক্ত পুরস্কার গ্রহণ করেন এসিআই এগ্রিবিজনেস -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. এফএইচ আনসারী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ড. এফএইচ আনসারীর হাতে সম্মাননাপত্র, একটি ক্রেস্ট এবং একটি করে আইডি কার্ড তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করের আওতা বাড়াতে কর ব্যবস্থাপনা ডিজিটাল করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আরো দায়িত্ববান হওয়ার তাগিদ দেন এ সময় অর্থমন্ত্রী।

আরো পড়ুন
বিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণ ও দেশীয় জাত বৃদ্ধিতে গুরুত্বারোপ মৎস্য উপদেষ্টার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনাকে অত্যন্ত জরুরি বলে অভিহিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Read more

শীতে আলুর মড়ক বা নাবি ধসা রোগ: ফসল রক্ষায় কৃষকের করণীয়
আলুর মড়ক বা নাবি ধসা (Late Blight) রোগের চিত্র

শীতের মৌসুমে আলুর ফলন নিয়ে যখন কৃষক স্বপ্ন দেখতে শুরু করেন, ঠিক তখনই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ‘নাবি ধসা’ Read more

এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় ড. এফএইচ আনসারী বলেন, দেশের অবকাঠামো খাতের আরো ব্যাপক উন্নয়ন হওয়া দরকার এবং সরকার সেটি করছে। প্রতিটি কোম্পানি যদি সরকারকে সঠিকভাবে কর দেয়ার মাধ্যমে এগিয়ে আসে তবে এর সুফল ভোগ করবে দেশের প্রতিটি নাগরিক। কারণ, দেশের অবকাঠামোগত উন্নয়নের একটি বিরাট অংশ যোগান দেয় করের মাধ্যমে আদায়কৃত অর্থ। এসিআই সে উন্নয়নের অংশ হতে পেরে সত্যিই গর্বিত। এ সময় সবাইকে করদানে এগিয়ে আসার আহ্বান জানান ড. আনসারী।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ১৪১ জন সেরা করদাতার মধ্য থেকে ১০ জনকে একটি করে সম্মাননাপত্র, একটি ক্রেস্ট এবং একটি করে আইডি কার্ড প্রদান করা হয়। বাকি করদাতাদের নিজ নিজ কর অঞ্চল অফিস থেকে পুরস্কার সংগ্রহ করতে বলা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে করদাতাদের সম্মাননাপত্র, আইডি কার্ড ও ক্রেস্ট ছাড়াও প্রথমবারের মতো উপহার হিসেবে স্যুভেনিয়র প্রদান করা হয়। এছাড়া একই দিনে সারাদেশের বিভিন্ন কর অঞ্চলে পুরস্কারপ্রাপ্ত করদাতাদের সম্মাননাপত্র দেওয়া হয়।

0 comments on “সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেল এসিআই মটরস্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ