সাতক্ষীরা তালা উপজেলায় ১২৭ জন কৃষককে লবনাক্ততা সহনশীল আলু চাষাবাদ ও সংরক্ষণের উপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের পরিষদের হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের উদ্যোগে বাস্তবায়ন করা হয়। এসময় লবনাক্ততা সহনশীল আলু চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন সিআইপি কৃষিবিদ মো.মনোয়ার হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকতা মিহির দেবনাথ,প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুর্গাপদ সরকার,মাঠ সহায়তাকারি কৃষিবিদ তনুজ কান্তি গোলদার, প্রদীপনের মাঠকর্মী মুর্শিদা, হালিমা খাতুনসহ কৃষকরা।