Friday, 23 May, 2025

সর্বাধিক পঠিত

রাজধানীতে কোরবানির পশুর হাট: এবার বসছে ১৮টি


আর ক’দিন বাদেই পবিত্র ঈদুল আজহা। আগামী ৭ জুন দেশে মুসলমানদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদযাপিত হবে বলে সরকার ঘোষণা করেছে। এই ঈদের মূল আকর্ষণ হলো পশু কোরবানি। ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে ঢাকা দুই সিটি কর্পোরেশন এবার রাজধানীতে অস্থায়ী ১৮টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ ও উত্তর সিটির হাটের বিন্যাস

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। এরই মধ্যে দুই সিটি হাটের বরাদ্দ চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করেছে। তবে, আইনি জটিলতার কারণে আফতাবনগরের দুটি হাট, মেরাদিয়া এবং খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকার খালি জায়গার হাট বাদ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে এই তালিকার বাইরেও হাটের সংখ্যা বাড়তে পারে।

আরো পড়ুন
কুড়িগ্রামে গলদা চিংড়ি চাষে নতুন দিগন্ত

হিমালয়ের পাদদেশীয় সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের পুকুরগুলোতে গলদা চিংড়ি চাষে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। বাংলা বা দেশীয় মিশ্র মাছের Read more

প্রথমবারের মতো চীনে যাচ্ছে বাংলাদেশের আমঃ কৃষি সচিব

আগামী বুধবার প্রথমবারের মতো প্রায় ৫০ মেট্রিক টন আম রপ্তানি করতে যাচ্ছে বাংলাদেশ। শুধু আম নয়, কাঁঠাল ও লিচু রপ্তানির Read more

ডিএসসিসির কোরবানির পশুর হাটের তালিকা

ডিএসসিসির সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ সিটির ১১টি পশুর হাটের মধ্যে আফতাবনগর হাট নিয়ে উত্তর সিটির সঙ্গে সীমানা জটিলতা থাকায় তা বাতিল করা হয়েছে। পাশাপাশি মেরাদিয়া হাট নিয়ে আইনি জটিলতা থাকায় সেটিও এবার বসছে না। বাকি ৯টি হাটের দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত করার কাজ চলছে। ডিএসসিসির তালিকাভুক্ত হাটগুলো হলো:

  • হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গার অস্থায়ী পশুর হাট।
  • উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গার হাট।
  • পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গার হাট।
  • রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গার হাট।
  • আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গার হাট।
  • দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও ছনটেক মহিলা মাদ্রাসার পূর্ব-পশ্চিমের খালি জায়গা।
  • সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল অস্থায়ী হাট।
  • শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গার অস্থায়ী হাট।
  • কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বের খালি জায়গার অস্থায়ী হাট।

0 comments on “রাজধানীতে কোরবানির পশুর হাট: এবার বসছে ১৮টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ