Monday, 14 July, 2025

সর্বাধিক পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রানালয়ের নতুন সচিব পদে ড. নাহিদ রশীদ


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পেলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) ড. নাহিদ রশীদ।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ড. নাহিদ রশীদ তার কর্মজীবন শুরু করেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ড. রশীদ ফাউন্ডেশন কোর্স, আইন ও প্রশাসন, এমএটিটি কোর্স সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেন। তিনি দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং অন্যান্য দেশে বেশ কয়েকটি সংক্ষিপ্ত কোর্সে অংশগ্রহণ করেছেন। ড. রশিদ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

আরো পড়ুন
উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও আন্তর্জাতিক অঙ্গনে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 'University Ranking by Innovation (URI) ২০২৫'-এর 'টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট Read more

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের করণীয় সম্পর্কে জরুরি নির্দেশনা জারি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (৮ Read more

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর পশুপালন অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করে তিনি। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে পিএইচ.ডি., নেদারল্যান্ডসের মাস্ট্রিচ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পাবলিক সেক্টর ম্যানেজমেন্টে মাস্টার্স করেন।

ব্যক্তিগত জীবনে ড. নাহিদ রশীদ বিবাহিত এবং দুই কন্যার জননী। তার স্বামী জনাব এবিএম আব্দুল হক চৌধুরী সরকারের সাবেক সচিব।

0 comments on “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রানালয়ের নতুন সচিব পদে ড. নাহিদ রশীদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ