Saturday, 16 August, 2025

বড়শিতে উঠল বিশাল আকৃতির বোয়াল মাছ!


বড়শিতে ধরা পড়লো ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল আকারের বোয়াল মাছ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সৌখিন শিকারি আবু সাইদ পলাশের বরশিতে ধরা পড়ে মাছটি।

এ বিষয়ে আবু সাইদ পলাশ বলেন, আমি কার্গো জাহাজে চাকরি করি। আমাদের জাহাজটি সোমবার পাবনার নটাখোলা স্থানে যমুনা নদীতে আটকা পড়ে। সেখানে দীর্ঘ সময় অলস বসে থেকে এক পর্যায়ে রাতে নদীতে একটা বড়শি ফেলি।

আরো পড়ুন
ভেনামী চিংড়ি চাষে রোগের কারন, লক্ষন, প্রতিকার এবং চিকিৎসা

ভেনামী চিংড়ি (Vannamei shrimp, Litopenaeus vannamei) চাষ বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে রোগবালাই এই চাষে অন্যতম Read more

রাক্ষুসী মাছ নিধনে ফসটক্সিন এর ব্যবহার এবং সতর্কতা

ফসটক্সিন (মূলত অ্যালুমিনিয়াম ফসফাইড) একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক, যা ফসফিন গ্যাস উৎপন্ন করে। এটি সাধারণত গুদামজাত শস্যের পোকা দমন, ধান Read more

তিনি বলেন, সারারাত বড়শিতে কোনো সাড়া না পেলেও মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বড়শিতে একটি সজোরে ধাক্কা টান দেয়। এতে আমি বুঝতে পারি বড়শিতে বড় কোনো মাছ আটকা পড়েছে। বড়শি উপরে টেনে তুলতেই দেখতে পাই বড় সাইজের একটি বোয়াল মাছ।

সাইদ পলাশ বলেন, পরে মাছটি মেপে দেখি এটির ওজন ১৮ কেজি ৫০০ গ্রাম। পরে আমি দুপুর ১২টার দিকে মাছটি নিয়ে আমার নিজ বাড়ি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসি। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় ইলিশ মাছের আকাল থাকলেও প্রায়ই নদীতে বড় আকৃতির বাঘাইড়, বোয়াল, কাতলসহ নানান সুস্বাদু মাছ ধরা পড়ছে। বিষয়টি খুবই ভালো।

0 comments on “বড়শিতে উঠল বিশাল আকৃতির বোয়াল মাছ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ