ব্ল্যাক বেঙ্গল ছাগল সুস্থ রাখতে যেসব ব্যবস্থাদি গ্রহণ করা আবশ্যক তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়ম মেনে সময়মত টিকা প্রদান এবং কৃমিনাশক ঔষধ খাওয়ান-
কর্মসূচি অনুযায়ী টিকা প্রদান
- যেসব ছাগীকে পূর্বে পিপিআর, গোটপক্স, একথাইমা, ব্রুসেলোসিস ইত্যাদি টিকা দেয়া হয়নি তাদেরকে গর্ভের ৫ম মাসে উক্ত ভ্যাকসিনগুলি দিতে হবে। বাচ্চার বয়স যখন ৫ মাস তখন তাকে পিপিআর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় ভ্যাকসিন দিতে হবে।
কৃমিনাশক ঔষধ প্রয়োগ
- সকল ছাগলকে নির্ধারিত মাত্রায় বছরে দুইবার কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে।
ছাগলের টিকা প্রদান কর্মসূচি
টিকার নাম | মাত্রা | প্রয়োগ পদ্ধতি |
পিপিআর | ১ মি.লি. | চামড়ার নিচে ইনজেকশন |
ক্ষুরা রোগ | ২ মি.লি. | চামড়ার নিচে ইনজেকশন |
তরকা | ১ মি.লি. | চামড়ার নিচে ইনজেকশন |