বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতযুক্ত শিক্ষক ও বিভিন্ন কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬ পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ হচ্ছে,
- অধ্যাপক পদে ২ জন,
- সহযোগী অধ্যাপক পদে ২ জন,
- সহকারী অধ্যাপক পদে ৫ জন,
- সহকারী পরিচালক(হিসাব শাখা) পদে ১ জন,
- সহকারী প্রকৌশলী(সিভিল) পদে ১ জন,
- সেকশন অফিসার (টেকনিক্যাল) ১ জন
গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো.সিরাজুল ইসলাম তালুকদার সাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞতি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।
বশেমুরকৃবিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমুহের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে শিক্ষক ও কর্মকর্তা পদে পৃথক আবেদন ফরম যোগ্যতার আলোকে আবেদনপত্র আগামী ১২-০৮-২০২০ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে রেজিষ্ট্রার অফিসে জমা দিতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম, নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে ডাউনলোড করতে পারবে।
Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University (BSMRAU) Job circular.