Thursday, 23 October, 2025

ফুলকপি যখন গলার কাঁটা


ফুলকপি

ফুলকপি দিয়ে মাছ রান্না করে খেতে অনেকেই পছন্দ করেন । কিন্তু ফুলকপি এবার কৃষক এর গলায় কাঁটার মতো বিধছে । অনেক আশা নিয়ে আবাদ করেছেন অনেকেই এবং শুরুর দিকে বেশ ভালো দাম ও পেয়েছেন।

কিন্তু বর্তমান চিত্র একদম উল্টো । পাইকাড়ি বাজারে নেই ক্রেতা । অনেক আশা নিয়ে পাইকাড়ি বাজারে কৃষকরা এলেও দাম নেই বললেই চলে । অনেকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ফুলকপি গবাদি পশুকে খাওয়াবে বলে !

ফুলকপি  পুষ্টি গুণে ভরপুর এর শীতকালিন সবজি। সবজিটি কমবেশি সবার ই প্রিয় সবজির তালিকায় থাকে ।

আরো পড়ুন
সার ডিলারদের অনিয়ম: প্রায় ২৫% লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত

সার খোলাবাজারে বিক্রি, মজুত করে কৃত্রিম সংকট তৈরি করাসহ নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত সার ডিলারদের লাইসেন্স বাতিল এবং কালো তালিকাভুক্ত Read more

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় ফাঁকা সাগরে ভারতীয় জেলেদের অবাধ বিচরণ ও দস্যুতা
নৌবাহিনী বা কোস্টগার্ডের হাতে বাংলাদেশের জলসীমা থেকে আটক হওয়া ভারতীয় জেলেদের ট্রলারের ছবি।

প্রজনন মৌসুমে বাংলাদেশের জলসীমায় ইলিশ শিকার বন্ধ থাকলেও, ভিন্ন নিষেধাজ্ঞার সুযোগে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ, দস্যুতা ও সম্পদ লুণ্ঠন। মা ইলিশের Read more

ফুলকপি বাজারে ধস

দিনাজপুরের বিরামপুর উপজেলার পাইকাড়ি বাজারের চিত্র এটি । সরে জমিনে দেখা গেছে ৪০ থেকে ৬০  টাকা দরে পাইকাড়ি ফুলকপি কিনছেন খুচরা ব্যবস্যায়ী রা । আজ বিরামপুর এর হাটবার । আর সকাল থেকেই ফুলকপি বাজার এই চিত্র ।

গত কয়েকদিন ধরেই চলছে এমন এবং বিষয়টা অনেকটা কৃষকএর গলার কাঁটা হয়ে যাচ্ছে যাচ্ছে । অনকেই  মনে করছেন ফুলকপি চাষে যে খরচ হয়েছে সেটাও উঠছেনা ।

0 comments on “ফুলকপি যখন গলার কাঁটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ