রাক্ষুসে মাছ (Predator Fish) দূরীকরণ মাছ চাষের গুরত্বপূর্ন একটি বিষয়। বোয়াল, শোল, গজার, টাকি, চান্দা, চিতল এবং ফলি ইত্যাদি রাক্ষুসে মাছ। পুকুরে রাক্ষুসে মাছ থাকলে তা চাষের পোনা এবং মাছের খাবার খেয়ে ফেলে।
রাক্ষুসে মাছ (Predator Fish) দূর করার পদ্ধতিঃ
১। ঘন ফাসের জাল টেনেঃ মাছ ছাড়ার পূর্বে পুকুর শুকিয়ে রাক্ষুসি মাছ দূর করার ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে ঘন ফাসের জাল টেনে রাক্ষুসে মাছ দূর করতে হয়।
২। পুকুর শুকানোঃ এর মাধ্যমে দুই-ধরনের উপকার হয় রাক্ষুসে মাছ দুর হয় এবং পুকুরের তলা শুকিয়ে ক্ষতিকর গ্যাস দুর হয়
৩। পুরাতন পানি অপসারন করা না গেলে,যথা সম্ভব পানি কমিয়ে প্রতি শতাংশে প্রতি ফুট পানির গভিরতায় ৩০-৪০ গ্রাম হারে রোটেনন পাউডার প্রয়োগ করা। কিভাবে রোটেনন ব্যবহার করবেন ? জানতে পড়ুন – মাছ চাষে রোটেনন এর প্রভাব এবং ব্যবহার
৪। অন্য কেমিক্যাল ব্যবহার যেমনঃ ট্যাব ফোসটক্সিন শতাংশে দুটি, টি সিড মিল (ACI)