Monday, 24 February, 2025

সর্বাধিক পঠিত

ডিমের দাম কমেছে, পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে: ভোক্তার ডিজি


মহাপরিচালক আলীম আখতার খান

বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে ডিমের দাম কিছুটা কমেছে, তবে পুরোপুরি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিলার এবং ডিম ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান এ তথ্য জানান।

রাজধানীর কারওয়ানবাজারে অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে আমির আখতার খান বলেন, ডিমের বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ফলে ডিমের দাম কিছুটা কমেছে। তিনি আরও উল্লেখ করেন, সব ব্যবসায়ী বৈঠকে উপস্থিত না থাকায় পরবর্তী সভায় সর্বোচ্চ সংখ্যক ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধি উপস্থিত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তিনি জানান, ডিমের সরবরাহ বন্ধ করা বা চেইন বিঘ্নিত করা এবং মেমোতে উল্লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ডিম বিক্রির অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডিমের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসক, প্রাণিসম্পদ কর্মকর্তা, স্থানীয় উৎপাদক এবং প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে মতবিনিময় সভার আয়োজন করা হবে।

আরো পড়ুন
পাবদা (Ompok pabda) মাছের লাভজনক চাষ পদ্ধতি

পাবদা মাছ (Ompok pabda) বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটি মাছ। এটি দ্রুত বর্ধনশীল এবং চাহিদাও বেশি। সঠিকভাবে চাষ করলে Read more

বাণিজ্যিকভাবে মাশরুম চাষে সফলতা
মাশরুম

বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফলতার নজির গড়েছেন লক্ষ্মীপুরের মো. দেলোয়ার হোসেন। প্রবাস জীবন শেষ করে বাড়ির আঙিনায় মাশরুমের খামার গড়ে Read more

0 comments on “ডিমের দাম কমেছে, পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে: ভোক্তার ডিজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ