Wednesday, 22 January, 2025

সর্বাধিক পঠিত

জাটকা (ইলিশ) সংরক্ষণ সপ্তাহ ঘোষণা


ইলিশ অভিযান

‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’- প্রতিপাদ্য নিয়ে দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় ১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষন সপ্তাহ পালন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান গতকাল বুধবার (৬ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সাতদিনব্যাপী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। আগামী ১১ মার্চ চাঁদপুরের সদর উপজেলার মোলহেড প্রাঙ্গণে এই সপ্তাহের উদ্বোধন করা হবে।

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, জাটকা রক্ষার বিদ্যমান আইন সংশোধন করে জাটকার দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার থেকে ২৫ সেন্টিমিটার বা ৯ ইঞ্চি হতে ১০ ইঞ্চি করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে।

ইলিশের উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে কারেন্ট জাল, বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জাল।

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪ ধাপে ৩০ দিন দেশের ১৭টি জেলায় ‘বিশেষ কম্বিং অপারেশন’ চালিয়ে ৯৩১টি মোবাইল কোর্ট ও ৩৪৭৪টি অভিযান পরিচালনা করে ৭৬৬৯টি বেহুন্দি জাল, ৪৪৮ দশমিক ৭১ লাখ মিটার কারেন্ট জাল এবং ১৯৭৪২টি অন্যান্য জাল বিনষ্ট হয়েছে বলে জানান প্রাণিসম্পদ মন্ত্রী।

এই সময়ে ৬৯০টি মামলা দায়ের করে ২৩ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৯২ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৭৬৪টি মোবাইল কোর্ট ও ৫১৬৩টি অভিযান পরিচালনা করে ৩৩৬ দশমিক ৮৯০ লাখ মিটার অবৈধ জাল জব্দ এবং ৩৮ দশমিক ৮৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাটকা রক্ষায় দেশব্যাপী নিয়মিত অভিযান জুন মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ২০২৩-২৪ অর্থবছরে ২০ জেলার ৯৭ উপজেলায় জাটকা আহরণে বিরত ৩ লাখ ৬১ হাজার ৭১টি জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে ৪ মাসে ৫৭ হাজার ৭৭১ টন ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

“আমরা যে কোনোভাবে মা ইলিশকে নিরাপদ রেখে ইংলিশের উৎপাদন বাড়াতে চাই,” যোগ করেন মন্ত্রী।

উল্লেখ যে ২৫ সেন্টিমিটার বা ৯ ইঞ্চি হতে ১০ ইঞ্চি এর ছোট ইলিশ মাছ কে জাটকা বলা হয়।

0 comments on “জাটকা (ইলিশ) সংরক্ষণ সপ্তাহ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *