এসিআই সীড আমন উৎসব ২০২৩-এ মাত্র ৪ কেজি “অ্যারাইজ ধানী গোল্ড” ধান বীজ ক্রয় করে লটারিতে একটি ব্র্যান্ড নিউ মোটর বাইক জিতে নিলেন জামালপুরের কৃষক জনাব রফিকুল ইসলাম রাজা।
এ সি আই সীড আমন উৎসব-২০২৩ এর ” ধানী গোল্ড” ধান বীজ ক্রয় করে করে কুপন লটারী বিজয়ী জামালপুরের ইসলামপুর উপজেলার কৃষক রফিকুল ইসলাম রাজার হাতে কোম্পানির পক্ষ থেকে মেগা গিফট মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে ইসলামপুর সরদারপাড়া আকরামুজ্জামান সর: প্রাথ: বিদ্যালয় মাঠে ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ কোরবান আলীর সভাপতিত্বে ও এ সি আই সীড ময়মনসিংহ বিভাগীয় সিনিয়র এরিয়া সেলস্ ম্যানেজার অলোক চন্দ্র শীলের সঞ্চালনায় মেগা গিফট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ সি আই সীড সেলস্ ম্যানেজার মনোসিজ কুমার মন্ডল।