Saturday, 23 November, 2024

সর্বাধিক পঠিত

চট্রগ্রাম ক্যাটেল এক্সপো উপচে পড়া ভিড়


আজ শুক্রবার চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে ক্যাটেল এক্সপোতে বিশাল আকারের অনেক গরু দেখা যায়। সেখানে কিছু বড় গরুর মধ্যে ছিল কাংকারাজ প্রজাতির একটি গরু। দেখা যায় অনেক ভিড়, কারণ গরুটি দেখতে কিছুটা ভিন্ন।

এনবি অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠান গরুটি প্রদর্শনীর জন্য এনেছে।

গরুটি দেখছিলেন সাজ্জাদ নামের এক তরুণ। তিনি বলেন, ‘আমি এই ধরনের গরু আগে কখনো দেখিনি। গরুটি দেখতে একদম ভিন্ন।’

আরো পড়ুন
পান চাষ পদ্ধতি

পান চাষ একটি লাভজনক কৃষি পদ্ধতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশে এটি ব্যাপক চাষ করা হয়। Read more

মিঠা জাতের পান চাষে লাভবান কৃষক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফুলের ঘাট এলাকার পান চাষের এই চিত্র সত্যিই অনুপ্রেরণাদায়ক। পান চাষ একটি লাভজনক ফসল হওয়ায় এটি ক্রমশ Read more

গরুর মালিক সাজ্জাদ আলম বলেন, ‘গরুটি কাংকারাজ প্রজাতির। এটা ভারতের গুজরাটি এলাকার গরু। সেখানে প্রজাতিটি বেশ জনপ্রিয়। আমি ৩ বছর ধরে গরুটি লালন-পালন করছি।’

মালিক সাজ্জাদ আলম বলেন, ‘গরুটির ৪ দাঁত, ওজন ৬০০ কেজি। এটার দাম ১২ লাখ টাকা।’

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় সাজ্জাদের খামার। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৬০টি গরু রয়েছে।

গরুটি পরিচর্যা করেন খামারটির কর্মচারী বাবু সরকার। তিনি বলেন, ‘মিক্স দানাদার, ঘাস হচ্ছে এই গরুর প্রধান খাদ্য। পাশাপাশি আপেল, গাজরসহ বিভিন্ন ফলমূল দেই খেতে।’

দ্বিতীয়বারের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাটেল এক্সপো। এবার শতাধিক গরু এসেছে এ মেলায়। ঢাকায় আজ থেকে শুরু হয়েছে ক্যাটেল এক্সপো ২০২৩।

0 comments on “চট্রগ্রাম ক্যাটেল এক্সপো উপচে পড়া ভিড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *