Monday, 23 December, 2024

সর্বাধিক পঠিত

কৃষি প্রণোদনার অর্থ প্রকৃত কৃষকের হাতে পৌছাবে: খাদ্যমন্ত্রী


সরকারের বিভিন্ন দিক তুলে ধরেন খাদ্যমন্ত্রী

মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমান সরকার কৃষককে সহায়তা করার জন্য প্রণোদনা দিচ্ছে। কৃষিতে এখন সারের কোন অভাব নেই। সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে কৃষকদের। এর ফলে আমাদের দেশে কৃষিতে বিপ্লব ঘটেছে বলে দাবি করেন মন্ত্রী।
মন্ত্রী আরও দাবি করেন যে, দেশে খাদ্যের অভাব নেই।

খাদ্যমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার জন্য যত রকম প্রণোদনা দেওয়া দরকার, বর্তমান সরকার তার সবকিছু দিয়ে যাচ্ছে।

তিনি বলেন সমাজ উন্নয়নের অন্তরায় মাদক ও বাল্যবিবাহ। শিক্ষার্থীদের এসব থেকে দূরে থাকতে হবে বলে তিনি আহবান করেন। সেই সাথে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

0 comments on “কৃষি প্রণোদনার অর্থ প্রকৃত কৃষকের হাতে পৌছাবে: খাদ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *