যশোরে একটি ছাগল ছানা ৮ টি পা নিয়ে জন্মগ্রহণ করেছে। সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদরের মানিকদিহি গ্রামের সরোয়ার হোসেনের বাড়িতে ছাগল ছানাটির জন্ম হয়।
তবে জন্মের এক ঘণ্টার মধ্যেই ছাগল ছানাটি মারা যায়। এ ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের মাধ্যমে মানিকদিহি গ্রামসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর ছাগল ছানাটি দেখতে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে সরোয়ার হোসেনের বাড়িতে।
একই গ্রামের বাসিন্দা সাব্বির রহমান জানান, আমাদের গ্রামের সরোয়ার হোসেনের পোষা কালো রঙের একটি ছাগল বাচ্চা প্রসব করে। মা ছাগলটি তার প্রথম প্রসবেই এ অদ্ভুত ছানার জন্ম দিয়েছে। ভূমিষ্ট ছাগল ছানাটি চার পায়ের পরিবর্তে ৮ পা নিয়ে জন্ম নেয়।
তিনি আরো বলেন, তিনিও খবর পেয়ে ছাগল ছানাটি দেখতে যান। তবে ততক্ষণে ছানাটি মারা যায়। সরোয়ার হোসেন তাকে জানিয়েছেন জন্মের এক ঘণ্টার মধ্যেই ছাগল ছানাটি মারা যায়।
এ বিষয়ে যশোর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শফিউল আলম জানান, গর্ভধারণের সময় একাধিক শুক্রানু গর্ভাশয়ে প্রবেশ করার ফলে অস্বাভাবিক বাচ্চা জন্ম নেয়। এ ধরনের বাচ্চা অনেক সময় জন্মের পরপরই মারা যায়। আবার কিছু বাচ্চা বেঁচে গেলেও তারাও অল্প দিনের ব্যবধানে মারা যায়। এ ধরনের সমস্যা মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে বলে জানান তিনি।