Saturday, 06 September, 2025

লিচুর ফল ঝরা রোগের কারন এবং দমন করার উপায়


লিচুর বাগান

লিচুর ফল ঝরা রোগের কারনে বাংলাদেশ প্রতি বছর ৬০ শতাংশ লিচুর বাগানে ফলন কম হয়। এর ফলে লিচু চাষিরা ক্ষতিগ্রস্থ হয়।

বাংলাদেশের সর্বত্রই কম-বেশী লিচুর চাষ হয়। বাংলাদেশে বর্তমানে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে লিচুর চাষ হয়। মোট উৎপাদন প্রায় ১৩ হাজার মেট্রিক টন তা আমাদের চাহিদার মাত্র এক চতুর্থাংশ পূরণ করে। লিচু টাটকা ফল হিসেবে বাংলাদেশের সর্বত্র অত্যন্ত জনপ্রিয়।

লিচুতে প্রচুর পরিমানে ভিটামিন বি, সি, খনিজ লবন ও ক্যালসিয়াম বিদ্যামান। আমাদের দেশে লিচুর কিছু রোগ বালাই দেখা যায়। লিচুর এ রোগসমূহ দমন করতে পারলে লিচুর উৎপাদন অনেকাংশে বৃদ্ধি কর সম্ভব।

আরো পড়ুন
ভেনামী (Vannamei Shrimp) চিংড়ি চাষে পোষ্ট লার্ভা PL15 সাইজ নির্ধারণের গুরুত্ব

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। সাম্প্রতিক বছরগুলোতে ভ্যানামি / ভেনামি (Litopenaeus vannamei) চিংড়ি চাষের প্রতি আগ্রহ Read more

ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে করণীয়: খামারি ও কৃষকের জন্য জরুরি নির্দেশিকা

ক্ষুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (FMD) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা গরু, মহিষ, ছাগল, ভেড়া ও শুকরের Read more

লিচুর ফল ঝরা রোগের কারন এবং দমন করার উপায় নিয়ে এখন আলোচনা

ফল ঝরা (Fruit dropping) রোগ

লেচুর ফল ঝরা রোগের কারণঃ

ছত্রাক, খরা ও শারীরবৃত্তীয় কারণে এ রোগ হয়ে থাকে।

ফল ঝরা রোগের বিস্তারঃ

ফল ঝরা লিচুর সাধারণ সমস্যা। দীর্ঘ সময় আবহাওয়া শুষ্ক হলে বা গাছে হরমোনের অভাব থাকলে ফল ঝরে পড়তে পারে।

লিচুর ফল ঝরা রোগের লক্ষণঃ

১) ফল ধরার পর থেকে শুরু করে ফল পরিপক্কতা হওয়া পর্যন্ত ফল ঝরা চলতে থাকে।

২) ফল বাদামী থেকে কাল রং ধারণ করে।

৩) গুটি অবস্থায় ফল ঝরে পড়ে অর্থাৎ ফল ধরার ২-৪ সপ্তাহ সময়ের মধ্যে সবচেয়ে বেশী ফল ঝরে।

লিচুর ফল ঝরা রোগ

লেচু ফল ঝরা রোগের প্রতিকারঃ

১) শুষ্ক আবহাওয়া বিরাজ করলে সেচের ব্যবস্থা করতে হবে।

২) মাটিতে জৈব সার সহ সুষম সার প্রয়োগ করতে হবে।

৩) ফল মটর দানা এবং মার্বেল আকার অবস্থায় প্ল্যানোফিক্স অথবা মিরাকুলান প্রতি ৪.৫ লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

৪) গুটি বাধার পর জিংক সালফেট প্রতি লিটার পানিতে ১০ গ্রাম হারে মিশিয়ে পর পর ৩ সপ্তাহ গাছে স্প্রে করলে ফল ঝরা ও ফল ফাটা বন্ধ হয় এবং ফলের আকৃতিও বড় হয়। রোগ ও পোকার আক্রমণ প্রতিহত করতে হবে

0 comments on “লিচুর ফল ঝরা রোগের কারন এবং দমন করার উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ