Saturday, 11 January, 2025

সর্বাধিক পঠিত

চার হাজার একর জমিতে বন্দোবস্ত প্রাপ্ত উপকার ভোগী দেড় লাখ পরিবার


বন্দোবস্ত প্রাপ্ত উপকার ভোগী দেড় লাখ পরিবার

দেশে বন্দোবস্ত প্রাপ্ত উপকার ভোগী প্রায় দেড় লাখ মানুষ। এমনটাই উঠে এসেছে পরিসংখ্যানে। অন্যদিকে বন্দোবস্তকৃত জমির পরিমাণ সাড়ে চার হাজার একর।

পরিসংখ্যানের আক্ষরিক হিসেব অনুসারে  ২০২০-২০২১ অর্থবছরে বন্দোবস্ত প্রাপ্ত উপকার ভোগী ভূমিহীন পরিবারের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৯৭৬ টি।

অন্যদিকে এর বিপরীতে বন্দোবস্তকৃত কৃষিজমির পরিমাণ প্রায় ৪ হাজার ৫৪৮ একর।

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

এছাড়া পরিসংখ্যান বলছে সারাদেশে মোট বন্দোবস্তযোগ্য কৃষি খাসজমির পরিমাণ প্রায় ৪ লক্ষ ৮৪ হাজার একর।

গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি সভায় এসকল তথ্য উঠে আসে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে জাতীয় কৃষি খাসজমি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির এই সভায় এ সকল তথ্য উপস্থাপিত হয়।

এছাড়া সভায় আরও জানানো হয়, মুজিব শতবর্ষ উপলক্ষে উপকার ভোগী পরিবারের সংখ্যা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপকারভোগী পরিবারের সংখ্যা ৬৬ হাজার ১৮৯টি।

সভায় দেশব্যাপী কৃষি খাসজমি বরাদ্দ ও ব্যবস্থাপনার অগ্রগতি মূল্যায়ন নিয়ে আলোচনা হয়।

এছাড়াও দেশের শিল্পায়নের স্বার্থে কৃষিজমির ঊর্ধ্বসীমা শিথিলকরণ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করা হয়।

সেইসাথে  নতুন সিটি করপোরেশনভুক্ত ও অন্যান্য নগর সংলগ্ন এলাকার কৃষিজমি অকৃষি হিসেবে ঘোষণা প্রসঙ্গেও আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

সভায় সংসদ সদস্যদের মধ্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. আব্দুল মজিদ খান, মনজুর হোসেন, মো. ফরিদুল হক খান, মো. মহিববুর রহমান, সেলিম আলতাফ জর্জ, রমেশ চন্দ্র সেন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা।

পাশাপাশি সকল বিভাগীয় কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগের প্রতিনিধিরাও এ সভায় অংশ গ্রহণ করেন।

0 comments on “চার হাজার একর জমিতে বন্দোবস্ত প্রাপ্ত উপকার ভোগী দেড় লাখ পরিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *