Saturday, 17 January, 2026

নীলগাই টি এখন স্থানীয় প্রশাসনের হাতে


নীল গাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি নীলগাই আটক করেছে এলাকাবাসী। পরে নীলগাইটি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। এ সময় নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে একটি নীলগাই দেখতে পায় এলাকাবাসী। তারপর স্থানীয়রা এটাকে ধরার চেষ্টা করে।

এ সময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা নীল গাইটিকে আটক করতে সক্ষম হয়।

আরো পড়ুন
ভেনামি চিংড়ির চাষের পোনা আমদানি স্থগিত, জোর দেওয়া হচ্ছে দেশীয় প্রজাতির ওপর
ভেনামি চাষের পোনা আমদানিতে নিষেধাজ্ঞা

দেশে ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির সব ধরনের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (১৫ Read more

আমে লোকসান : বিকল্প সমৃদ্ধির খোঁজে বরই চাষে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক
বরই চাষে ঝুঁকছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষক

চাঁপাইনবাবগঞ্জ দেশের ‘আমের রাজধানী’ হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কৃষি ও অর্থনীতি কয়েক যুগ ধরে আম কে কেন্দ্র করে আবর্তিত হলেও সাম্প্রতিক Read more

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাণীটি সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0 comments on “নীলগাই টি এখন স্থানীয় প্রশাসনের হাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ