Wednesday, 27 August, 2025

দিনাজপুরের ভূট্রার দাম ও ফলনে আশাবাদী কৃষক


ভূট্টার চাষ বাড়ছে

দিনাজপুরের নবাবগঞ্জ, হিলি, চিরিরবন্দর সহ বিভিন্ন থানায়  এবার ভুট্টার ফলন ভালো হয়েছে। ভূট্রার দাম ও ফলনে আশাবাদী কৃষক। গত বছরের থেকে বেশি লাভের আশা করছে কৃষক।

ভুট্টার বিঘাপ্রতি ফলন পাচ্ছেন ৭০ থেকে ৯৫ মণ। মাঠ থেকে ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বাজারে এখন দামও ভালো ভুট্টার। গত বুধবার কাঁচাতে প্রতি মণ ভুট্টা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকা। আর শুকনা ভুট্টা বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। ভুট্টার ভালো ফলন ও দাম পাওয়ায় জেলায় বাড়ছে ভুট্টার আবাদ।

কৃষকেরা বলছেন, এবার শীতের প্রকোপ বেশি না থাকা, সঠিক সময়ে বৃষ্টিপাত এবং রৌদ্রের প্রখরতা না থাকায় ভুট্টার ফলন ভালো হয়েছে। মোচাগুলো বড় হয়েছে। ভুট্টার দানা বড় ও পরিপক্ব হওয়ায় বেড়েছে ওজনও।

আরো পড়ুন
দীর্ঘ আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ আড়াই বছরের বিরতির পর অবশেষে ভারত থেকে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত সোমবার রাতে প্রথম চালানে ১৫ মেট্রিক Read more

পোষা প্রাণী পোষ মানানোর উপায়: ভালোবাসা ও যত্নেই গড়ে ওঠে বিশ্বাস

বিড়াল, কুকুর, খরগোশ কিংবা পাখি—পোষা প্রাণী আজ আর কেবল বিনোদনের সঙ্গী নয়, অনেকের পরিবারেরই অংশ। কিন্তু নতুন পোষা প্রাণীকে ঘরে Read more

চিরিরবন্দর উপজেলার বেলতলী এলাকার কৃষক হারিসুর বলেন, সোয়া বিঘা (১ বিঘা=৪৮ শতক) জমিতে ভুট্টা লাগিয়েছেন। খেত থেকে ভুট্টা তোলাও শুরু করেছেন। আশা করছেন ১০০ মণের মতো ভুট্টা পাবেন। তিনি বলেন, ‘গেল মৌসুমে আড়াই বিঘা মাটি আবাদ করেছিলাম। বিঘাপ্রতি ৫৫ মণ ভুট্টা পাইছি। কাঁচাতে বিক্রি করেছি ১ হাজার ২০০ টাকা বস্তা (৮৪ কেজি)। এবার শুরুতে পাইকার দাম বলেছে ১ হাজার ৭০০ টাকার বেশি বস্তা। এবার শুকিয়ে ভুট্টা বিক্রি করব।’

0 comments on “দিনাজপুরের ভূট্রার দাম ও ফলনে আশাবাদী কৃষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ