Friday, 05 December, 2025

কৃষি সুরক্ষায় কৃষি সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে


বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশের ভবিষ্যৎ কৃষি হবে পুরোপুরি যন্ত্র নির্ভর এবং ব্যবসায়িক। এদিকে দেশের বেশিরভাগ প্রান্তিক কৃষকই অল্প পুঁজি এবং জমির মালিক। ভবিষ্যৎ কৃষি প্রযুক্তি এবং ব্যবসা নির্ভর কৃষির সঙ্গে খাপ খাইয়িয়ে নেয়া এসব প্রান্তিক কৃষকদের জন্য খুবই চ্যালেঞ্জিং।

এতে ভবিষ্যৎ কৃষিতে দেশের প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ হুমকির মুখে পরতে পারে। ভবিষ্যৎ কৃষিতে কৃষকদের অংশগ্রহণ নিশ্চয়তা এবং নতুন কৃষি প্রযুক্তিকে কৃষকের সামনে তুলে ধরতে কৃষি সাংবদিকদের আরও বেশি দক্ষ হতে হবে।

আরো পড়ুন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সময়সূচি প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার তারিখ: ২০২৬ সালের Read more

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও আন্তর্জাতিক অঙ্গনে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। 'University Ranking by Innovation (URI) ২০২৫'-এর 'টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট Read more

রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সাংবাদিকদের ‘প্যানডেমিক পিরিয়ড জার্নালিজম এন্ড ফিউচার এগ্রিকালচার’শীর্ষক ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল ওই অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন চ্যানেল আয়য়ের হেড অফ নিউজ শাইখ সিরাজ। ৯ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)।

আইআইএফএসয়ের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিত্বে এবং ট্রেনিংয়ের কোর্স কো-অর্ডিনেটর ড. রাখী চক্রবর্ত্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম জাকির হোসেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 comments on “কৃষি সুরক্ষায় কৃষি সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ