![হাওরে ধান কাটা উতসবে তিন মন্ত্রী](https://i0.wp.com/agrobd24.com/wp-content/uploads/2023/04/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%A4%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80.jpg?resize=900%2C400&ssl=1)
সুনামগঞ্জের হাওরে এখন বোরো ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার উৎসব চলছে। আজ বুধবার এই উৎসবে শামিল হয়ে হাওরে কৃষকের সঙ্গে বোরো ধান কাটলেন দুই মন্ত্রী ও এক উপমন্ত্রী। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে দুপুরে ধানকাটার উৎসব হয়।
উৎসবে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। উপজেলার পশ্চিমপাগলা ইউনিয়নের চাদনীগাঁও গ্রামের পাশের হাওরে কৃষক আবদুল হেকিম ও আবদুল গণির জমির ধান কাটেন তাঁরা।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এবার হাওরে এসে ভালো লাগছে জানিয়ে বলেন, ‘এবার বোরোর ফসল ভালো হয়েছে, কৃষকেরা খুশি, আমরাও খুশি। ইতিমধ্যে ৩০ ভাগ ধান কাটা শেষ হয়ে গেছে।’ হাওরে এবার এক হাজার হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, হাওরের ফসল খুবই গুরুত্বপূর্ণ। যে বছর হাওরে ফসলহানি হয়, সে বছর দেশে খাদ্যসংকট দেখা দেয়। তাই সরকার হাওরের ফসল রক্ষায় খুবই আন্তরিক। এ বছর ধানের যে দর নির্ধারণ করা হয়েছে, তা থেকে কৃষকেরা অনেক লাভবান হবেন।
হাওরে ধান কাটা উৎসবে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
হাওরে ধান কাটা উৎসব উপলক্ষে পরে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে ওই দুই মন্ত্রী ও এক উপমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার প্রমুখ।