Friday, 22 November, 2024

সর্বাধিক পঠিত

সাদা রঙের বেগুন নিয়ে এসেছে মেটালের প্যাভিলিয়ন


সাদা রঙের বেগুন নিয়ে এসেছে মেটালের প্যাভিলিয়ন

রাজধানীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় সবজিমেলা। মেলায় রয়েছে প্রচুর পরিমাণের সবজির প্রদর্শনী। তবে বেশ কিছু প্রদর্শনীর মধ্যে উল্লেখযোগ্য মেটালের প্যাভিলিয়ন। সাদা রঙের বেগুন সকল আকর্ষণ এর কেন্দ্রতে রয়েছে। গাছসহ সাদা রঙের বেগুন নিয়ে এসেছে মেটাল। এই স্টলে ২০টি ফসলের প্রদর্শনী করা হয়। এছাড়াও ৯৭টি বিভিন্ন জাতের সবজি এবং পাশাপাশি ২৩টি সবজি সহ গাছ প্রদর্শিত হয়।

দেশের সর্ববৃহৎ কৃষিপণ্য ও প্রযুক্তি উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হচ্ছে মেটাল।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় সবজি মেলার আয়োজন করা হয়।

আরো পড়ুন
মিঠা জাতের পান চাষে লাভবান কৃষক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফুলের ঘাট এলাকার পান চাষের এই চিত্র সত্যিই অনুপ্রেরণাদায়ক। পান চাষ একটি লাভজনক ফসল হওয়ায় এটি ক্রমশ Read more

দেশীয় পাট বীজ উৎপাদনে চমক দেখালেন কৃষক মুক্তার

ফরিদপুরের সালথা উপজেলার কৃষক মুক্তার হোসেন মোল্যা দেশীয় পাট বীজ উৎপাদনে উদ্ভাবনী সাফল্য দেখিয়েছেন। সালথা উপজেলা পাট উৎপাদনের জন্য বিখ্যাত Read more

ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বা কেআইবি চত্বরে তিন দিনব্যাপী এই মেলা শুরু হয়।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জাতীয় সবজি মেলা-২০২২ এর উদ্বোধন করেন।

চলতি বছর জাতীয় সবজি মেলায় নতুন প্রতিপাদ্য ঠিক করা হয়।

‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’ প্রতিপাদ্য নিয়ে এবছরের জাতীয় সবজিমেলা শুরু হয়।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

এ সময় তিনি মেটাল অ্যাগ্রো লিমিটেডের প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

পাশাপাশি তিনি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন মেটাল অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক মো. আনসার আলী।

একই সাথে এজিএম এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. সাইফুল ইসলাম ও হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস মো. সাইদুল হকসহ বিভিন্ন কমকর্তা উপস্থিত ছিলেন।

মেটালের স্টলে নিজেদের উদ্ভাবিত লাউ হাই গ্রিন ও নাইস গ্রিন এর প্রদর্শন করা হয়।

পাশাপাশি এতে প্রদর্শন করা হয় হয় মিষ্টি কুমড়া লালিমা, চালকুমড়া মায়া, বেগুন প্রফিট রাজ ও গ্রিন বল, টমেটো বিউটি প্লাস, মরিচ পিকনিক, বাঁধাকপি এম এস ৬৫, করলা লিমা, চিচিঙ্গা ডিসকভার, ফুলকপি পন্ডারেট, ব্রকলি উদয়ন, গাজর অরেঞ্জ কুইন, তরমুজ ট্রপিক্যাল ড্রাগন ও ব্ল্যাক কুইন, পেঁয়াজ মেটাল কিং ইত্যাদি।

কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে এবার ষষ্ঠ বারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় সবজিমেলা-২০২২ চলবে ২ মার্চ পর্যন্ত।

0 comments on “সাদা রঙের বেগুন নিয়ে এসেছে মেটালের প্যাভিলিয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *