Monday, 12 January, 2026

বোরো ধানের দাম বেড়ে কৃষকদের মুখে হাসি


গত বছরের তুলনায় এবার বোরো ধানের চাষাবাদে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। কৃষি বিপণন বিভাগ (ডিএএম) এর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বোরো ধানের দাম প্রতি কেজিতে ১.২৫ থেকে ১.৭৯ টাকা বেড়েছে। এপ্রিল মাসে চালের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে, যেখানে ফাইন বোরো চালের দাম ২০২৪ সালের ৩৩.৯৫ টাকা থেকে বেড়ে ৩৫.৭৪ টাকা হয়েছে।

চাষাবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা

কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে ৫০.৬৯ লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২.২৬ কোটি টন।

আরো পড়ুন
বিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণ ও দেশীয় জাত বৃদ্ধিতে গুরুত্বারোপ মৎস্য উপদেষ্টার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনাকে অত্যন্ত জরুরি বলে অভিহিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Read more

শীতে আলুর মড়ক বা নাবি ধসা রোগ: ফসল রক্ষায় কৃষকের করণীয়
আলুর মড়ক বা নাবি ধসা (Late Blight) রোগের চিত্র

শীতের মৌসুমে আলুর ফলন নিয়ে যখন কৃষক স্বপ্ন দেখতে শুরু করেন, ঠিক তখনই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ‘নাবি ধসা’ Read more

কৃষকদের প্রতিক্রিয়া

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কৃষক তোফায়েল খান জানান, গত বছরের তুলনায় এবার মাঝারি জাতের বোরো ধান মণে ১,০২০ থেকে ১,০৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ৯৫০ থেকে ১,০০০ টাকা ছিল। তিনি ১২০ কাঠা জমিতে বোরো চাষ করে ভালো ফলন ও দাম পেয়ে লাভবান হয়েছেন।

হবিগঞ্জের আজমিরিগঞ্জের কৃষক সাইদুল ইসলামও একইভাবে বাড়তি দাম পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু কৃষক উৎপাদন ভালো হলেও দাম কম পাওয়ার কথা জানিয়েছেন।

চালকল মালিকদের মত

নেত্রকোণার চালকল মালিক দেলোয়ার হোসেন বলেন, গত মৌসুমের শুরুতে ধান কিনেছিলেন মণে ১,০৫০ টাকায়, যা শেষ দিকে বেড়ে ১,৩৫০ টাকা হয়েছিল। এবার শুরু থেকেই দাম ১,১৫০ টাকা, যা আরও বাড়তে পারে বলে তিনি মনে করেন।

নওগাঁর চাল ব্যবসায়ী নীরদ বরণ সাহা বলেন, মুদ্রাস্ফীতির কারণে ধানের দাম বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৯.১৭%।

চালের বাজার পরিস্থিতি

রাষ্ট্রীয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ঢাকার খুচরা বাজারে ফাইন ও মিডিয়াম চালের দাম প্রায় ১% বেড়েছে। গত এক বছরে ফাইন চালের দাম ১২.৮৬%, মিডিয়াম ৯.৮২% এবং কোর্স চালের দাম ২.৮৮% বৃদ্ধি পেয়েছে।

উৎপাদন ও মূল্য পূর্বাভাস

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন ভালো হওয়ায় দাম কিছুটা কমতে পারে। তবে আগের আমন ও আউস মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় চালের দাম স্থিতিশীল রাখতে সরকার ১৬.৭৫ লাখ টন চাল আমদানির অনুমতি দিলেও এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৫.৪০ লাখ টন আমদানি হয়েছে।

সর্বোপরি, বোরো মৌসুমে ভালো দাম ও উৎপাদন আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা। তবে বাজার ব্যবস্থাপনা ও আমদানি বাড়ানো গেলে ভোক্তাদের জন্য চালের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।

0 comments on “বোরো ধানের দাম বেড়ে কৃষকদের মুখে হাসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ