বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপ-উপাচার্য হিসেবে পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানের মেয়াদ শেষ হয়েছে।
উপ-উপাচার্য হিসেবে যোগদানের পর গত ২১ জানুয়ারি তার চার বছরের কার্য মেয়াদ শেষ করেন তিনি।
উপ-উপাচার্য হিসেবে তার মেয়াদ বাড়ানো হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের পদটি শূন্য রয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম।
জানা যায়, ২০১৭ সালের ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপ-উপাচার্য হিসেবে চার বছর মেয়াদে অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানকে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ নিয়োগ দেন।