বহুজাতিক প্রতিষ্ঠান বায়ার ক্রপসায়েন্স লিমিটেড এর প্রথম ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হলেন জাহিদুল ইসলাম। প্রথম একজন বাংলাদেশি এই দায়িত্ব পেলেন।
জার্মানি ভিত্তিক বিশ্বখ্যাত কৃষি উপকরণ ও স্বাস্থ্যসেবা ভিত্তিক প্রতিষ্ঠান বায়ার ক্রপসায়েন্স লিমিটেড,বায়ার এজি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের একটি যৌথ উদ্যোগ।
গত ১ জুলাই থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জাহিদুল ইসলামকে নিয়োগ দিয়েছে বাংলাদেশে বায়ার-এর পরিচালনা পর্ষদ।
নতুন দায়িত্ব গ্রহণের সময় জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্বমানের উন্নত ও আধুনিক কৃষি উপকরণ, পীড়ন সহনশীল উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ এবং ডিজিটাল ফার্মিংয়ের মতো কৃষি প্রযুক্তি প্রসারের মাধ্যমে কৃষির উন্নয়নে বায়ার প্রতিশ্রুতিবদ্ধ। কৃষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সবাইকে সঙ্গে নিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো, যা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।’
জাহিদুল ইসলাম ২০০৪ সালে বায়ার-এ যোগ দেন তিনি। দীর্ঘ ১৫ বছরের পথচলায় বাংলাদেশ এবং বায়ার-এর দক্ষিণ এশিয়ার হেডকোয়ার্টার মুম্বাইয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেলস, স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং, অপারেশনাল মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল এক্সিলেন্সসহ বিভিন্ন স্ট্র্যাটেজিক প্রজেক্ট ম্যানেজমেন্টে নেতৃত্ব দিয়েছেন। সবশেষ কমার্শিয়াল অপারেশন লিড এবং নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন।
বায়ার বাংলাদেশে একলাখ প্রান্তিক কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ বিতরণ করেছে, যা তাদের জীবনমান উন্নয়নে এবং কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
বায়ার-এর পণ্যগুলোর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ, হাইব্রিড ভুট্টা বীজ, হাইব্রিড সবজি বীজ এবং আধুনিক বালাইনাশক।
মিল্টন কুমার দত্ত্ব
July 10, 2020 at 8:02 pmজাহিদুল ইসলাম কে শুভেচ্ছা।