বৈশ্বিক মহামারী করোনার কালবেলায় দুস্থ মানুষের পাশাপাশি অসংখ্য পথকুকুর, বিড়াল, পশুপাখি পড়েছে ভীষণ বিপদে। এমন পরিস্থিতিতে পাড়া-মহল্লা, হাট-বাজার আর পথেঘাটে থাকা পথ কুকুরদের জন্য করোনা যেন দুর্ভিক্ষ ডেকে এনেছিল।
করোনার নির্মম সময় ধরে কিছু প্রাণিপ্রেমী ব্যাক্তিগত উদ্দ্যোগে এগিয়ে এসে চট্টগ্রামের সদরঘাট এলাকাজুড়ে প্রায় ৭০ টি পথ কুকুরের আহার ব্যবস্থার মাধ্যমে “প্রাহার-প্রাণিদের জন্য আহার” এর কার্যক্রম শুরু করে। আনন্দ, ডিউ, মিশুক, পার্থ, তূর্জয়, তনু ও নিতাই এই ৭ জনের ঐকান্তিক প্রচেষ্টায় পথ কুকুর বিড়ালদের আহারের ব্যাবস্থা করা হত।
নির্বাক, অবলা ও বোবা প্রাণিগুলোর প্রতি সামান্য ভালোবাসা বা সহানুভুতির হাত বাড়িয়ে গতকাল শুক্রবার বেলা ৩ ঘটিকায় প্রাহারের পাশাপাশি এগিয়ে এসেছে থানা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার।
পুরো কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক। তিনি এই উদ্যোগটির প্রশংসা করেছেন এবং সরকারী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ কর্মযাত্রায় প্রাণিদের আহার প্রদানের পাশাপাশি অন্যান্য চাহিদা যেমন টিকা প্রদান এবং চিকিৎসা প্রদান, শীতকালীন পোষাক প্রদান, সহযোগিতায় থানা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তারের সম্পৃক্ত হওয়ার আগ্রহ আমাদের প্রাহার টিমকে আরো উৎসাহিত করেছে এবং এ কার্যক্রম অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।