Friday, 24 January, 2025

সর্বাধিক পঠিত

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ


দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে প্রাণিসম্পদ

বর্তমানে দেশে প্রাণিসম্পদের কোন ঘাটতি নেই। বরং চাহিদার তুলনায় তার মজুদ বেশি রয়েছে। এমনটাই দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি জানান দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ। দেশীয় প্রজাতির সর্বপ্রকার মাছ এখন থেকে হবে সহজলভ্য।  সে লক্ষ্যেই সব ধরনের পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।

দেশিয় মাছ ও শামুক চাষ উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন

আজ বুধবার পিরোজপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এ সকল কথা বলেন।

আরো পড়ুন
টবে পুঁইশাক চাষ পদ্ধতি

পুঁইশাক (English name: Malabar spinach) একটি জনপ্রিয় সবুজ শাক, যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সহজে চাষযোগ্য। এটি মূলত গ্রীষ্মকালীন শাক Read more

কোয়েল পাখি (quail birds) পালন পদ্ধতি

কোয়েল পাখি পালন বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কারণ এটি অল্প জায়গায় এবং কম খরচে করা যায়। নিচে কোয়েল পাখি Read more

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত হয় অনুষ্ঠানটি।

বিশেষ করে এসকল চাষে উপজেলা পর্যায়ে চাষিদের উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় সব ধরনের মাছ আবার স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে।

ভবিষ্যতে এর প্রাচুর্য্যতা বেড়ে যাবে আরও কয়েকগুণ।

আর এটি নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন দেশের অর্থনৈতিক অবস্থা শেখ হাসিনার শাসনামলে সব সময় ভালো হয়।

ব্যবসা-বাণিজ্যে উন্নতি হবার সাথে সাথে আমাদের দেশের কৃষকরা অনেক ভালো থাকেন।

দেশের মৎস্য ও প্রাণিসম্পদ বাড়াতে মন্ত্রী শ ম রেজাউল করিম বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করছেন।

তিনি আরও দাবি করেন এখন দেশের অভ্যন্তরীন সকল চাহিদা মেটানো সম্ভব হচ্ছে।

শুধু তাই নয় সেই সাথে মৎস্য ও প্রাণিসম্পদ রপ্তানি করছে আমাদের দেশ।

সদর উপজেলা অডিটোরিয়ামে  আয়োজিত হয় এ অনুষ্ঠান

পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির।

তাছাড়াও এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহম্মাদ সাঈদুর রহমান।

আরও বক্তব্য প্রদান করেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. আনিচুর রহমান তালুকদারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

জেলেদের বিকল্প কর্মসংস্থান এর ব্যবস্থা

এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মাঠে জেলেদের সহায়তা করেন।

তাদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী করতে তাদের মাঝে ১০টি গাভি বিতরণ করেন।

সেই সাথে তিনি একটি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন করেন।

0 comments on “দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *